Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

কর্মকর্তা

 

নাম               :

 

পদবী            

 মহিলা বিষয়ক কর্মকর্তা

ফোন              :

 

কার্যক্রম :

 

০১.  ক্ষুদ্রঋন কার্যক্রম :

দু:স্থ, অসহায় ও দরিদ্র মহিলাদের এবং নিবন্ধনকৃত মহিলা সমিতিতে মহিলাদের কে আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে নামমাত্র সার্ভিস চার্জে ৩% সার্ভিস চার্জে ক্ষুদ্র ঋন বিতরন করা হয়।

 

০২. স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন :

আগ্রহী মহিলারা একত্রিত হয়ে যদি কোন সংগঠন করে সরকারের নিবন্ধন পেতে চান সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানসহ নিবন্ধনের ব্যবস্থা গ্রহন করা হয় এবং নিবন্ধনকৃত মহিলা সংগঠনের মাঝে প্রতি বৎসর সরকারী অনুদান (সাধারন/বিশেষ) প্রাপ্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরে সুপারিশ প্রেরন করা হয়ে থাকে।

 

০৩.  ট্রেড প্রশিক্ষন :

অত্র কার্যালয় হতে ৩ মাস অন্তর বিনা খরচায় দু:স্থ, অসহায় ও দরিদ্র মহিলাদের আত্ন-নির্ভরশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষন যেমন হাস-মুরগী পালন,ছাগল পালন,শাক-সবজি চাষ এবং  দর্জি কাজ ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

০৪.  নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কার্যক্রম :

 বাল্য বিবাহ প্রতিরোধ,নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে  কমিটির সভা আহবানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং পরামর্শ প্রদান করা হয়ে থাকে।